রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৬

গরু চোর ওবায়দুল্লা হাতেনাতে আবারও ধরা পড়ছে?

গরু চোর ওবায়দুল্লা হাতেনাতে আবারও ধরা পড়ছে?
অনলাইন ডেস্ক

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত ৩টার সময় নিজ বাড়ির ওবায়েদ প্রধানীয়া ইলিয়াছ প্রধানিয়ার সদ্য প্রসব করা একটি গাভী চুরি করে চলে যাচ্ছিলো। হঠাৎ ইলিয়াছের স্ত্রী টের পেয়ে এই শীতের রাতে তড়িঘড়ি করে উঠে দেখে গরুটিকে দড়ি টেনে নিয়ে বাড়ির একটু সামনে চলে গেছে। তার ডাক-চিৎকারে অন্যান্য লোকজন এসে পড়লে ওবায়েদুল্লাহ চোর গাঢ় অন্ধকারে পালিয়ে যায়। তারা তাকে চিনতে পারে।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধনপদ্দি গ্রামের প্রধানীয়া বাড়িতে। সে দুর্ধর্ষ জেএমবির সদস্য হিসেবে পরিচিত ওয়াবায়েদ উল্লাহ প্রধানীয়া। সকালে ফজর নামাজের পর অনেক লোকজন ওই বাড়িতে এসে চোরকে খুঁজে বাড়িতে দেখতে পায়নি। অর্থাৎ সে পালিয়ে গেছে। বাড়ির মুরব্বী আব্দুল রাজ্জাক প্রধানীয়া, বাদল প্রধানীয়া, হাজী দেলু প্রধানীয়া, কালাম প্রধানীয়া ও আব্দুল শুক্কুর প্রধানীয়া তার স্ত্রীকে গরু চুরির কারণ জিজ্ঞাসা করতে গেলে সে বাড়িতে নেই বলে জানায়।

চোরের স্ত্রী সামছুননাহার আরও বলে, সে পলাতক। ব্র্যাক সহ আরো কয়েকটি এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে সে পলাতক রয়েছে। ইতোমধ্যে গত ২১ নভেম্বর ইলিয়াসের স্ত্রী বলে, সে আমার বেশ কয়েকটি মুরগিও চুরি করে নিয়েছে। ওয়াবায়দুল্লাহ প্রধানীয়ার আত্মীয়-স্বজনদের জানালে তাজু প্রধানীয়া বলেন, চুরির ঘটনার বিচার হবে। তারা বিচার করবেন, বিচারের কথা বলেন। আগামী শুক্রবার ২০ ডিসেম্বর তার নিজ বাড়িতে থাকতে বলা হয়েছে। ওবায়দুল্লাহ উপস্থিত না হলে পুলিশকে খবর দিয়ে থানায় সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়