রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ২০:৩৩

৯৯৯ কল পেয়ে বিকল ইঞ্জিন নৌকার ৭ শিক্ষার্থীকে উদ্ধার করলো নৌ পুলিশ

৯৯৯ কল পেয়ে বিকল ইঞ্জিন নৌকার ৭ শিক্ষার্থীকে উদ্ধার করলো নৌ পুলিশ
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহর বাঁধের মেঘনা নদীতে ৯৯৯ কল পেয়ে বিকল ইঞ্জিন নৌকার ৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা মেঘনা নদীতে ভাসতে ছিলো। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোনকলে সহায়তা চাওয়ার পর তাদের উদ্ধার করে চাঁদপুর নৌ থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর মেঘনা নদীর বহরিয়া এলাকা হতে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি মনিরুজ্জামান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, সাত শিক্ষার্থী মিলে চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনায় ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীন ভাসছিল। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জুয়েল রানা নামের একজন ফোন করেন। নিয়ন্ত্রণহীন নৌকায় থাকা ভীতসন্ত্রস্ত জুয়েল দ্রুত তাদের উদ্ধারে অনুরোধ করেন।

আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আল-ইমরান। তিনি চাঁদপুর নৌ-পুলিশকে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলেন।

পরে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকেপড়া সাত শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়