প্রকাশ : ২৬ জুন ২০২৪, ২১:৫২
চাঁদপুর সদর ১২শ' কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং নারিকেলের চারা বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ১২শ' কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা ও ঘুর্নিঝড় রেমাল উপলক্ষ্যে পুনবার্সন কর্মসূচীর আওতায় খরিপ/২০২৪- ২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণ করা হয়।
উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা, ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান সহ অনেকে।
৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ এবং ৪০০ জন কৃষক এর মাঝে ৫ টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষককে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষনা উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল আমনধানের চাষ সম্প্রসারণের জন্য এ কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন।