রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ২৩:১০

আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধের দাফন

স্টাফ রিপোর্টার
আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধের দাফন

চাঁদপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধার লাশ সোমবার বিকেলে আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে জানাজা ও দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অজ্ঞাত পরিচয় বৃদ্ধা মনোয়ারা (৮৫) মৃত্যুবরণ করেন।

জানা যায়, গত ১২ দিন পূর্বে হতভাগিনী এ বৃদ্ধা গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তায় গড়াগড়ি করছিলো। বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল অবগত হলে তিনি ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নেন। এরপর তার সার্বিক দিক-নির্দেশনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী চিকিৎসা সেবা অব্যাহত রাখেন। কিন্তু বৃদ্ধাকে বাঁচানো গেল না। চলে গেলেন পরপারে। ২৪ জুন সোমবার সকালে বৃদ্ধা মারা যান।

এই মৃত্যুর খবর পেয়ে পিবিআই চাঁদপুরের একটি প্রতিনিধি দল পরিচয় সনাক্ত করতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে আসে। পরবর্তীতে বৃদ্ধার পারিবারিক পরিচয় না পাওয়ায় মৃতদেহটি অজ্ঞাত হিসেবে সনাক্ত করেন।

পরে আঞ্জুমানে খাদেমুল ইসলামের মাধ্যমে বৃদ্ধার দাফন কাফনের ব্যবস্থা করা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়