রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ২১:০৭

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি)-এর সভায় মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

আমাদের এবারের বাজেট হবে জনবান্ধব দরিদ্র বান্ধব বাজেট

অনলাইন ডেস্ক
আমাদের এবারের বাজেট হবে জনবান্ধব দরিদ্র বান্ধব বাজেট

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সোমবার বিকেলে পৌর পাঠাগারে আয়োজিত টিএলসিসির সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, পৌরসভাকে নান্দনিক করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সফল হয়েছি একথা এখন বলবো না। কিন্তু বলবো আমাদের সফলতা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমারা অনেকগুলো কাজ করেছি। আশা করছি বাকি সময়ে অবশিষ্ট কাজগুলো সম্পন্ন হবে।

তিনি আরো বলেন, শহরের মূল সড়কগুলো সংস্কার করা হচ্ছে। এখন কয়েকটা রাস্তার কাজ বাকি আছে, ফুটপাত নির্মাণে দেরি হচ্ছে বিধায় রাস্তাগুলোর কাজ করা হচ্ছে না। এরমধ্যে বিপণীবাগসহ মহিলা কলেজ পর্যন্ত সড়কটি এবং ট্রাক রোড। এই দুটি রাস্তার কাজও হয়ে যাবে। ওয়ান মিনিটের অবশিষ্ট রাস্তাটি প্রশস্ত আকারে করা হবে।

পুরাণবাজার দোকানঘর সড়কটির বিষয়ে মেয়র বলেন, ৪ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হয়ে যাবে আশা করি। আগস্ট-সেপ্টেম্বরে এই রাস্তার কাজের টেন্ডার এ যেতে পারবো। খুবই টেকসই শক্ত একটি রাস্তা হবে এটি।

এছাড়া পৌরসভার উদ্যোগে নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ে একটি নতুন ক্লিনিক তৈরি করা কথা জানান মেয়র।

চাঁদপুর পৌরসভার আসন্ন বাজেট সম্পর্কে মেয়র বলেন, আমাদের বাজেটকে আমরা জনবান্ধব দরিদ্র বান্ধব বাজেট করার চেষ্টা করব।

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়ার পরিচালানায় বক্তব্য রাখেন টিএলসিসি কমিটির সদস্য ডাঃ এসএম মুস্তাফিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, এলআইইউপিসির টাউন ম্যানেজার ইনচার্জ কায়সার আহমেদ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বেবি সাহা, সদস্য নাজমা আক্তার।

সভায় টিএলটিসির সদস্যবৃন্দ ত্রৈমাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবিত বিষয়াদি চাঁদপুর পৌরসভার কর্মকাণ্ডে বাস্তবায়ন করার উপর জোর দেন। তারা বলেন, চাঁদপুর পৌর এলাকার যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, পরিছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুত, পানি সরবরাহসহ সকল নাগরিক সেবার মান আরো উন্নত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভাতে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানান মেয়র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়