শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২২ জুন ২০২৪, ২২:৪৭

বলাখাল চন্দ্রবান বালিকা উবি'র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
বলাখাল চন্দ্রবান বালিকা উবি'র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক মেয়াদে নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম। নির্বাচনে ১৩ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

প্রাপ্ত ও ঘোষিত ফলাফলে ৮৫৪ ভোটের মধ্যে ৫৮১ ভোট সংগৃহীত হয়। এর মধ্যে ৫১৬ ভোট বৈধ ও ৬৫ ভোট বাতিল বলে গনঃ করা হয়। বৈধ ভোটের মধ্যে ৩৭৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. সাইফুল ইসলাম। ৩৭১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রাধা কান্ত দাস রাজু। ২৪১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. আবু সুফিয়ান মুন্সী ও ১৪৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. শাহজালাল।

এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অদৈত্য চন্দ্র দাস ৭৫ ভোট, মো. ইকবাল হোসেন ১২১ ভোট, মো. কামরুল ইসলাম খান ১০৭ ভোট, তপন চন্দ্র পাল ৮৪ ভোট, দেওয়ান মোশারফ হোসেন ৮৭ ভোট, মাসুদ মিজি ৫৬ ভোট, মমিন ৫ ভোট, মো. শাহীদুল আলম ১০০ ভোট ও সুবাস সরকার ১২ ভোট পেয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সার্বিক দিক-নির্দেশনায়, হাজীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়