রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২০ জুন ২০২৪, ২৩:০৭

ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশনের উদ্বোধন

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশনের উদ্বোধন

আত্ম মানবতার সেবায় সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গরিব অসহায় মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান নিশ্চিত করা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের ক্ষেত্রে সহযোগিতা করা, স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের অকালে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়লে তাকে আর্থিক সাহায্যের মাধ্যমে সহযোগিতা করা, সমাজ থেকে মাদক সেবনকারীদের প্রতিহত করা, ফাউন্ডেশনের সদস্যদের একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা, তরুণ ও যুব সমাজের যুবকদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করার লক্ষ্যে ফরিদগঞ্জের জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশনের নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ও উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নের কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সামাজিক ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্রবীণ-বিএনপি নেতা খোকন মৃধা, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ১৪ নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সভাপতি শামসুল ইসলাম পিননু, এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান, যুবদলের সাবেক সভাপতি ডাঃ ফিরোজ, ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাংবাদিক জাকির হোসেন, ১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি ডাক্তার শাহজাহান, যুবদলের সাবেক জয়েন সেক্রেটারি হেলাল উদ্দিন হেলাল, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ, মোঃ কামালসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিপু বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃ সেলিম, ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর, ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আলম খান, যুবদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সহ বিএনপির অসংখ্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় বলেন, সংগঠনের মূল কাজ হবে উপরের লক্ষ্যগুলো সঠিকভাবে পালন করা। এবং আগামী কয়েক মাসের মধ্যে এই সংগঠনের কর্মপন্থা পুরো উপজেলায় ছড়িয়ে দিতে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এই সংগঠনের নামে কমিটি গঠন করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়