শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ মে ২০২৪, ২১:১০

চাঁদাবাজি, চুরি, মাটিকাটা, খাল দখল বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে

শাহরাস্তি ও হাজীগঞ্জে আসছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তি ও হাজীগঞ্জে আসছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম নিজ সংসদীয় এলাকায় আসছেন। ২০২৪ সালে ১১তম সফরসূচিতে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় দুটি সভায় যোগদান করবেন তিনি। দুটি সভাতেই আলোচ্যসূচি প্রায় একই রকম। এবারই প্রথম তিনি চুরি, অবৈধ মাটি কাটা ও সিএনজি স্টেশনে চাঁদাবাজি, খাল দখল বন্ধের বিষয়ে আলোচনায় অংশ নিবেন। সম্প্রতি চুরির ঘটনা বৃদ্ধি, অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা, সিএনজি অটোরিকশায় চাঁদাবাজি বেড়ে যাওয়ার কারণে বিষয়টি তাকে ভাবিয়ে তুলেছে। এছাড়া দুই উপজেলার খালের তালিকা প্রণয়ন ও খাল দখলমুক্ত করতে এ বিষয়ে করণীয় কী হতে পারে সেই বিষয়েই আলোচনা সভায় যোগদান করবেন তিনি। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি চাঁদাবাজি-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় এবার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সরাসরি দু উপজেলাতে সভা করতে যাচ্ছেন। শান্তি ও স্বস্তির এলাকা নামে পরিচিত চাঁদপুর-৫ আসনের জনগণ বিপুল ভোটে বিজয়ী করে তাঁকে তাদের অভিভাবকের আসনে অধিষ্ঠিত করেছেন। জনগণই মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের প্রধান শক্তি। সুযোগ পেলেই তিনি এলাকায় ছুটে আসেন। জনগণের সমস্যার কথা শুনে তার ব্যবস্থাগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে ও বেলা সাড়ে তিনটায় হাজীগঞ্জ উপজেলা সভাকক্ষে তিনি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া সভায় টিআর প্রকল্পের সুষ্ঠু তদন্ত ও কাবিটার নতুন বরাদ্দ নিয়ে আলোচনা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়