মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১৯:৩৭

জেল হত্যা দিবসে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

জেল হত্যা দিবসে  চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা
গোলাম মোস্তফা

গতকাল ৩ রা নভেম্বর শুক্রবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের কদমতলাস্থ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি'র বাসভবনে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন,

কারাগার হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। অথছ সেই কারাগারে জাতীয় নেতাদের বা জাতির বীর সন্তানদের হত্যা করা হয়েছে, যা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা। সবচেয়ে দুঃখজনক ও নিন্দনীয় বিষয় হলো তৎকালীন এই ষড়যন্ত্রকারীরা এই হত্যার বিচার করতে পারবে না এমন আইন পাস করে ।

সেই ঘৃন্য পেশীশক্তি আবার দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত করছে।

তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দল ২৮ অক্টোবর সমাবেশ করতে চেয়েছে।

এজন্য পুলিশ বিএনপিকে সর্বাত্বভাবে সহযোগিতা করেছে। অথচ তারা একজন নিরীহ পুলিশকেই তারা হিংস্রভাবে হত্যা করেছে। তাই যারা মানুষ হত্যা করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে এই অবস্থায় এই অপশক্তির বিরুদ্ধে প্রতি নিয়ত আমাদের সজাগ থাকতে হবে এবং এদের প্রতিহত করতে হবে ও এদের কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এদের মাঠে নামতে দেওয়া যাবেনা। আমাদের সকল শক্তিকে নিয়ে তাদের প্রতিহত করতে হবে। এদের মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তিই যথেষ্ট। তারা সুযোগের অপেক্ষায় আছে। তারা বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় আসতে চায় । তাদের নিজস্ব কোন শক্তি নেই। নির্বাচন কমিশনের নিয়ম ও ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে।

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ প্রমুখ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়