প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৯:৫২
চাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত
চাঁদপুরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বঙ্গমাতার জীবনীভিত্তিক আলোচনা সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও কামরুল হাসান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা)। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী দুলাল, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান মাসুদা নূর খান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক সৈয়দা বদরুন নাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, বিশিষ্ট সাহিত্যক পীযূষ কান্তি বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে ৪০ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে ৯ জন দরিদ্র মহিলার আত্মকর্মসংস্থান নিশ্চিতকল্পে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার ৯ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।