শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০৮:৫৫

ফরিদগঞ্জে আবু ওসমান চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জে  আবু ওসমান চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী স্মৃতি পাঠাগারের উদ্বোধন হয়েছে। শনিবার ৩ জুন বিকালে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো: হাবিবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের নতুন প্রজন্ম যদি মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার লেঃ কর্ণেল (অবঃ) আবু ওসমান চৌধুরী বীরত্ব গাঁথা জানতে পারে, তাহলে তারা আগামীর বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার ও ফরিদগঞ্জ আবু ওসমান চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ সহিদ উল্যাহ তপদারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব (অবঃ) নেভীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড.মোহাম্মদ আলী মজুমদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, সাবেকজেলা পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ শাখার সভাপতি মশিউর রহমান মিঠু, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শেখ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়