রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫

পল্লী চিকিৎসক সমিতির সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী

জাতির পিতার আদর্শ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে হবে

স্টাফ রিপোর্টার
জাতির পিতার আদর্শ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দিতে হবে

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী বলেছেন, স্বাধীন বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭১ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে এসে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেন। প্রায় সাড়ে তিনবছরে তিনি যেসব কর্মপরিকল্পনা প্রণয়ন করে ছিলেন সেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষ উদ্দেশ্য ছিল এ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা। তিনি রোববার ১৫ জানুয়ারি চাঁদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দ তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করতে আসলে এসব কথা বলেন।

এ সময় চাঁদপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে সমিতির প্রধান উপদেষ্টা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির কার্যকরী সদস্যবৃন্দ। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে সকাল ১২টায় চাঁদপুর জেলা পরিষদে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচয় পর্ব শেষে আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী তাদের সাথে কথা বলেন।

এ সময় তিনি বলেন, আপনারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ঘরে সেবা পৌঁছে দিচ্ছেন। আপনারা জানেন, তার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে আজ উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা মেট্রো রেল দেখেছেন, পদ্মা সেতু দেখেছেন। একের পর এক এতসব উন্নয়ন। দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর কোনো দেশ এমন সফলতা দেখাতে পারেনি। দেশ আজ উন্নয়নের রোল মডেল। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে। দেশের মানুষের ভালোবাসা তাকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ কুদ্দুস ঢালী, সাধারণ সম্পাদক কালী মোহন মন্ডল, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুকবুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ সালাহ্উদ্দিন সরকার, প্রচার সম্পাদক জামাল আহমেদ আখন্দ, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার দে, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুব আলম, সহ-সমাজসেবা সম্পাদক আঃ গাফফার, সদস্য সিদুল দাস, বীরেন সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়