সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১০:৪৬

সোসাইটি ফর বিউটিফুল চররামপুর আয়োজনে

মানব কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক
মানব কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৩০ ‍জুলাই সোসাইটি ফর বিউটিফুল চররামপুর আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোসাইটির কার্যকরী পরিষদের একজন জনহিতকর ব্যক্তির আর্থিক সহযোগিতায় ও সোসাইটির নিঃস্বার্থ স্বেচ্ছাসেবকদের শারিরীক পরিশ্রমের সমন্বয়ে ব্যাপক উৎসাহ ও আন্তরিকতার সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ কার্যক্রমের আওতায় চররামপুর ঈদগাহ মাঠে মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্য করে বেশ কিছু ফলজ ও ঔষধি গাছের পাশাপাশি ছায়া ও মুক্ত বাতাসের জন্য কিছু কাঠগাছ লাগানো হয়। চররামপুরের পশ্চিমপাশ্বের প্রবেশদ্বার নদীর রাস্তার দু'পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। ৬ টি জুম্মা মসজিদ কমিটির তত্ত্বাবধানে স্ব স্ব মসজিদের আশ-পাশের জন্য ১০টি করে ৫০ টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১০টি বৃক্ষ বরাদ্দ ও পৌছে দেয়ার ব্যবস্হা করা হয়।

স্বেচ্ছাসেবকদের মধ্যে যাঁরা এ কাজে সহযোগিতা করেছেন তাঁদের মধ্যে প্রত্যেককে ২/৩ টি করে বৃক্ষ প্রদান করা হয়। এ কার্যক্রমের শুরুতে ঈদগাহে সম্মিলিত দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জনাব মাওঃ মোঃ বোরহান সর্দার, ঈমাম ও খতিব, চররামপুর বায়তুল আমান জামে মসজিদ। উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদাৎ হোসেন রিপন, প্রভাষক মোঃ আবুল কালাম, বাবুল বেপারি, অত্র গ্রামের ইউপি সদস্য জনাব মোঃ ইমরান হোসেন, সোসাইটির সভাপতি জনাব মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি, রাজন সর্দার, সুলতান মিয়াজি, জহিরুল ইসলাম সর্দার, মোঃ আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন গাজী, কোষাধ্যক্ষ মাওঃ মোঃ মনির হোসেন, কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যথাক্রমে- ফরিদ গাজী, মাহফুজুর রহমান মেহেদী, মোঃ মাকসুদ মোল্লা, রাসেল মিয়াজি, মিরাজ গাজী , হাসিব সর্দার, মোঃ সুমন, জহিরুল ইসলাম বাবু, মেহেদি গাজী, রাসেল গাজী, ফয়সাল বেপারি, এমরান বেপারি ও সাইফুল ইসলাম জিহান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়