বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ অক্টোবর ২০২২, ২০:১৩

ফতেপুর পূর্ব ইউপির উপনির্বাচনে ২ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ফতেপুর পূর্ব ইউপির উপনির্বাচনে ২ সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন আগামী ২রা নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ইউপি সদস্য হিসেবে মনোনয়ন জমা দেন দুই জন প্রার্থী। এরা হলেন সাবেক ইউপি সদস্য আলম মেম্বার ও সাবেক ইউপি সদস্য মৃত মহর আলী জনি মেম্বারের স্ত্রী পারভীন বেগম। সোমবার ১০ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই বাচাইকালে প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) বিধি মালা ২০১০ এর বিধি ৫ এবং ১ উপবিধি অনুযায়ী মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ০৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যাহারে শেষ দিন ১৭ অক্টোবর, প্রতিক বরাদ্দ ১৮ অক্টোবর এবং নির্বাচন ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহর আলী জনির মৃত্যু জনিত কারণে এই ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে এই উপ-নির্বাচন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়