শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১৯:২২

সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ঢাকায় গ্রেফতার

গোলাম মোস্তফা
সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ঢাকায় গ্রেফতার

সম্পত্তিগত বিরোধ ও মারামারির ঘটনায় দায়েরকৃত মামলায় চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদকে রায়েরবাগ কদমতলী থানা পুলিশের সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে। সাবেক ওই চেয়ারম্যান আটকের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ।

তিনি বলেন,তাকে আটক করা হয়েছে কিন্তু আমাদের এখানে এখনো পৌঁছানো হয়নি।

জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিমলেরগাঁও গ্রামে সম্পওিগত বিষয় নিয়ে জনৈক পুলিশ অফিসার জামাল কাজীর সাথে স্বপন মাহমুদের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। এই জমি সংক্রান্ত বিষয়ে পুলিশ অফিসার জামাল কাজীর ভাই ভাই মোঃ সফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১২, তাং- ৭/৭/২০২২ইং

আটক চেয়ারম্যান স্বপন মাহমুদকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়