শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৯:৩১

১শ' ২২জন সুকানী ও গ্রীরজারদের প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণ

নৌযান চালক হতে প্রশিক্ষণ ও সনদ গ্রহণের বিকল্প নেই : কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দিন

নৌযান চালক হতে প্রশিক্ষণ ও সনদ গ্রহণের বিকল্প নেই : কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দিন
অনলাইন ডেস্ক

চাঁদপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের নৌ পরিবহন অধিদপ্তরের আয়োজনে ১শ' ২২জন সুকানী ও গ্রীজারদের প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী আয়োজনে কোস্টগার্ড চাঁদপুরের ষ্টেশন কার্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো 'যোগ্যতা সনদ নিয়ে নৌযান চালাব নৌ পথ নিরাপদ রাখব'।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালাল উদ্দিন। তিনি বলেন, সেবা প্রদান এবং আইন প্রয়োগ করা এই ২টি কাজ আমাদের প্রাধান্য দিতে হবে। বালুবাহী জাহাজগুলো নিয়ম না মেনে বানানো হয়েছিলো। যে সকল জাহাজ এখনো রেজিষ্ট্রেশনের আওতায় আসেনি তাদেরকে রেজিষ্ট্রেশনের আওতায় আনতে হবে। দক্ষতা ও যোগ্যতা না থাকলে কেউ নৌ পরিবহনের চালক হতে পারবে না।

তিনি আরও বলেন, দ্রুত আইন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ছাড়া কেউ নৌযান চালক হতে পারবেন না। তাছাড়া বালুবাহী বাল্কহেড রাতে চলাচল করতে পারবে না। দৃষ্টি শক্তি সমস্যা এবং রং না চিনলে কেউ এখানে চালক হতে পারবেন না। অতএব নৌযান চালক হতে প্রশিক্ষণ ও সনদ গ্রহণের বিকল্প নেই।

নৌপরিবহন অধিদপ্তর এর চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মনজুরুল কবীরের সভাপতিত্বে এবং চাঁদপুরের নৌ পরিদর্শক মিলন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌ পরিবহন অধিদপ্তর চাঁদপুরের ইঞ্জিনিয়ার এবং শিপ সার্ভেয়ার ও জরিপকারক এহেতাসানুল হক ফকির, কোষ্টগার্ড চাঁদপুরের ষ্টেশন কমান্ডার মাসহাদ উদ্দিন নাহিয়ান, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার, চাঁদপুর বালুবাহি নৌযান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রব ভূঁইয়া, চাঁদপুর বালুবাহি নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, নৌ পরিবহন অধিদপ্তর ঢাকার ডেপুটি নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দীন, মুখ্য পরিদর্শক সফিকুর রহমান প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়