প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ১৯:৫৭
চাঁদপুরে খেলাফত মজলিশের ইফতার মাহফিল
মামুনুল হকসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম কারাবন্দি এটা সরকারের কারসাজি : মাওলানা আব্দুল আজিজ
বাংলাদেশ খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ এপ্রিল বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই দেশে ৯০ পার্সেন্ট মুসলমান। সেখানে হিজাব পড়া নিয়ে মুসলিম ছাত্রীকে মারধর করা হয়। আবার হিজাব পড়ার বিষয়টি স্কুল ড্রেস না পড়ার কারণে মারধর করেছে বলে ঘটনা ভিন্ন খাতে নিতে চায়। বিভিন্ন স্কুলে নামাজ আদায় রুম নিয়ে তচনছ করা হয়েছে। এভাবে চলতে দেয়া যায় না। এ সরকার একের পর এক অন্যায়ের মদদ দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, রমজান তাকওয়া অর্জনের মাস। তাকওয়ার মাসে জুলুম আল্লাহ বরদাস্ত করে না। জুলুম থেকে রেহাই পেতে মাহে রমজানে আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে। আজকে দেশে শুধু মামুনুল হক নয়, আরো অনেক ওলামায়ে কেরাম কারাবন্দি করে রাখা হয়েছে। আল্লামা মামুনুল হকসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম কারাবন্দি এটা সরকারের কারসাজি। আমরা মামুনুল হকসহ সকল ওলামায়ে কেরামের মুক্তি চাই। তিনি কী অপরাধ করেছেন। মাসের-পর-মাস তাকে কারাবন্দি থাকতে হবে। তিনি কী ফৌজদারি আদালতে দণ্ডিত? আজ দেশে আঙ্গুলের ইশারায় রাজনীতি চলছে। মানুষ স্বাধীনভাবে দেশে কথা বলতে পারছে না। দেশে দ্রব্যমূল্য বেড়েই চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা করবে কারা। অথচ দ্রব্য মূল্য নিয়ে সরকার কথা বলে চলছে। জনগণ এ থেকে মুক্তি পেতে চায়।
খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা মোঃ লিয়াকত হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুর রহমান হেলাল, জেলা সহ-সভাপতি মাওঃ মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি মাওঃ আবু জাফর, যুব মজলিশের জেলা সহ-সভাপতি মুফতি নূরে আলম, মুফতি শাহাদাত হোসেন কাসেমী, সদর উপজেলা সভাপতি মাওঃ মোঃ মোশাররফ হোসেন, মাওঃ আবুল কালাম আজাদ, মুফতি আবু জাফর, মাওঃ তারেক হাসান, আবু ইউসুফ ও হাফেজ আব্দুল কাদের প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীগণ।