প্রকাশ : ২৮ মার্চ ২০২২, ১৯:৪৫
ফরিদগঞ্জে নানা আয়োজনে প্রজ্জ্বলনের স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করলো ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন।
|আরো খবর
শনিবার ২৬ মার্চ সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে সংগঠনটির খুদে শিক্ষার্থীরা।
এর আগে এদিন সকালে প্রজ্জ্বলন এর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল ও শিক্ষক প্রতিনিধিসহ স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুলের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং খেলাধুলার কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা সংগঠন প্রজ্জ্বলন এর পথশিশুরা। প্রজ্জ্বলন এর সুবিধাবঞ্চিত শিশুরা কুচকাওয়াজ শেষে ডিসপ্লেতে অংশগ্রহণ করে উন্মুক্ত বিভাগে প্রথম স্থান অর্জন করে এবং প্রজ্জ্বলন এর শিক্ষার্থী রাইসা আক্তার দৌঁড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজন শেষে ফরিদগঞ্জ নবীন কচিকাঁচা মেলার উদ্যোগে ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে স্বাধীনতা দিবসের দেয়ালিকা প্রদশর্শনী ও প্রতিযোগিতায় প্রজ্জ্বলনের দেয়ালিকা ৩য় স্থান অর্জন করে।
বিকালে ফরিদগঞ্জ ব্রীজ সংলগ্ন অমি স্মৃতি পার্কে প্রজ্জ্বলন এর শিক্ষক প্রতিনিধিরা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এর আয়োজন করে। দিনব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জন করা ও আনন্দগন ভাবে প্রজ্জ্বলন এর শিশু শিক্ষার্থীরা জাতীয় দিবসটি পালন করে।