প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশে বর্ষ পরিক্রমায় ফিরে এসেছে আবার সনাতন ধর্মাবলম্বী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব মহিষ-মর্দিনী অসুর বিনাশিনী শ্রীশ্রী দুর্গা পূজানুষ্ঠান। এ উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই। জীব সৃৃষ্টির ঊষালগ্ন থেকেই সুর-অসুরের, ভালো-মন্দের, সভ্য-অসভ্যের, শুভ-অশুভের সংঘাত চলে আসছে নিরন্তর। অসুর তথা অশুভ শক্তির প্রাদুর্ভাবে সমাজে, সংসারে ও রাষ্ট্রে নেমে আসে অবিচার, অত্যাচার। ফলে মানবসমাজে নেমে আসে দুর্গতি, দুর্ভাগ্য, লাঞ্ছনা-গঞ্জনা, ভয়-ভীতি, হতাশা আর নিরাপত্তাহীনতা।
এ কারণেই দেবীপক্ষের পুতঃপবিত্র মুহূর্তে কায়মনোবাক্যে প্রার্থনা করছি...পরমারাধ্যা দেবীদুর্গার অপ্রমেয় আশীষে বিদূরিত হোক সমাজের সকল আবিলতা, কেটে যাক সঙ্কীর্ণতা আর কুসংস্কারের কলুষ-কালিমা, ঘুচে যাক হিংসা-বিদ্বেষের অমানিশার কালো অন্ধকার। আলোকিত মানুষের সমবেত প্রচেষ্টায় গড়ে উঠুক সত্যিকারের অসাম্প্রদায়িক জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর জেলা শাখা।