প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যুগ যুগ ধরে এই উৎসব ধর্ম-বর্ণ মিলিয়ে সবার জন্যে এক সুন্দর মিলনমেলা হিসেবে উদযাপিত হয়ে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ। দেবী দুর্গা ন্যায় ও সত্য স্থাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি মহিষাশূর নামে এক অত্যাচারী অসুর নিধনের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করেন। জগতের অনিষ্ট বিনাশ এবং মানবকল্যাণ কামনা করে সনাতন ধর্মাবলম্বীদের উদযাপিত এই উৎসব যথাযোগ্য পবিত্রতা ও আনন্দময় পরিবেশে পালিত হবে বলে আমি আশা করি। সার্বজনীন এই উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সমাজের সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে এবং সকলের মঙ্গল করবে-এই কামনা করছি।
মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)
পুলিশ সুপার, চাঁদপুর।