প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
রাতের কাছে ধার করেছি
একটুখানি কালো,
তাপ যে দিবে সূর্যিমামা
চাঁদ যে দিবে আলো।
নদীর কাছে ধার করেছি
ডজনখানেক তরী,
রাজা বলছেন যতো লাগে
দেবেন তিনি কড়ি।
মেঘের কাছে ধার করেছি
এক-পুকুরি জল,
বৃক্ষ দেবে খাবার জন্যে
যতো লাগে ফল।
পাখির কাছে ধার করেছি
ভোরের কোলাহল,
হাসির রাজা হাসিয়ে করবে
দুঃখকে নির্মল।
বনের কাছে ধার করেছি
শুকনো কাঠ আর খড়,
গ্রামবাসীরা বলছে এবার
বানিয়ে দেবে ঘর।
বায়ুর কাছে ধার করেছি
একটুখানি বায়ু,
বিধির কাছে চাই যে আমি
আর কটা দিন আয়ু।