প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
অপেক্ষার শিরোনামে করেছি যাত্রা,
অপেক্ষাতেই করছি বসবাস।
অপেক্ষা তুমি বড়ই নিঠুর,
অপেক্ষা তুমি শুনছো না,
আমি ক্লান্ত হয়ে ফেলছি দীর্ঘশ্বাস?
অপেক্ষা তুমি চির তরুণ,
বার্ধক্য এসেছে আমার শিরায়!
আমার উঠোনে ক্লান্তি এসে ভরে গেছে
পুরো কানায় কানায়।
আমি ক্লান্তির ছলে বারবার প্রশ্নবিদ্ধ
করেছি অপেক্ষা তোমায়,
‘তুমি কি জানো?
প্রশান্তি পাওয়ার প্রত্যাশায় কতশত অশ্রুজল
প্রতিরাতে নিজেদের ঠিকানা হারায়?’
তবু দিনশেষে আমি থাকি,
অপেক্ষা করার অপেক্ষায়।