প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০
কবিতা লিখে যদি তোমায় পেতামÑ
তবে এক মহাকাব্য রচনা করতাম।
প্রতিটি গল্পের মাঝে শুধু তোমায় বলতাম,
প্রতি ছবির মাঝে শুধু তোমারে আঁকতাম।
আজ জেনে গেছি তুমি আসবে না,
তাই তো আর তোমায় নিয়ে ভাবছি না,
তোমার চেয়ে ভালো আমার
গভীর রাতের চাঁদের আলো,
তোমার নেশা কেটে যায় আমার
দেখলে রাতের জোনাকি,
তোমায় ভেবে যেমনই ছিলাম
তারচেয়ে এখন বেশ ভালোই আছি।
তোমায় খুঁজে রাস্তা আমার
ছিলো শুধু আঁকাবাঁকা
তোমায় বিহনে একলা পথে
রাস্তা বড়ই সোজা!
রোজ রাতে তোমায় ভেবে
ঘুম যেতাম আর কই?
তুমি বিহনে নিরব রাতে
নিত্য সুখে রই।