রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২১, ০০:০০

কিছু সময় ছিলো শুধু অপচয়
অনলাইন ডেস্ক

কিছু সময় ছিলো

ভুলে যেতে চাই

যারা বারবার ফিরে আসে

আমাকে ছুঁয়ে যায় রুক্ষ হাহাকার।

তারা তলিয়ে যাক মহাকালের অতলে।

কিছু মুহূর্ত,

ছিলো খুবই কাক্সিক্ষত

এখন মনে হয় শুধুই অপচয়।

কিছু বিকেল ছিলো

ক্লান্তিতে অবসাদ,

খুব করে চাই এখন

গোধূলিতে হারিয়ে যাক।

কিছু সন্ধ্যে ছিলো

জোনাকিদের বাসরে যারা মুখরিত ছিলো।

কিছু সস্তা আবেগ আর অহেতুক কথোপকথন,

সব কোলাহল মিটে যাক

নির্জনতার গহীনে।

কিছু রাত্রি ছিলো

ছিলো নির্ঘুম, নিশ্চুপ কোলাহল

অপেক্ষার গলিতে নেড়ি কুকুরের নির্লোভ সঙ্গ ছিলো।

আরো কিছু রাত্রি আছে

সেগুলোও নির্ঘুম, নিশ্চুপ

তবে সাথে ছিলো দুমড়ে-মুচড়ে ফেলা

বোবা তুফান,

নিষিদ্ধ নিকোটিন,

সস্তা আবেগের অসহ্য খিঁচুনী।

খামোশ সুনামি, তীব্র লড়াই

অতঃপর নতুন ভোর;

আমার জিতে যাওয়ার এই পুরস্কারটুকু ছাড়া

সব কিছু ঘুচে যাক ঊষার নির্মল আলোতে।

কিছু অতীত

যারা পরিত্যক্ত ঘোষিত হয়েছে

অনুশোচনা আর প্রায়শ্চিত্তের কাঠগড়ায়।

হেরে গিয়েও জিতে যাওয়ার আনন্দ নিয়ে

আমি উল্লাস করি

দিগন্তের নীলিমায়...।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়