প্রকাশ : ০৫ অক্টোবর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
জাতীয় মাছ ইলিশ
সাগর বক্ষে চরে,
প্রতি বছর ডিম দিয়ে
ক্ষুধাগ্রতা হরে।
আশ্বিন, কার্তিক দু’মাস
উজানেতে আসে,
মহানন্দে ডিম রেখে
লম্প ঝম্পে ভাসে।
মা ইলিশ ধরা ক্ষতিকর
ইলিশের বংশ লোপ,
নদীব্যাপী পুলিশি অভিযানে
জেলে মনে ক্ষোভ।
ডিম থেকে বাচ্চা জন্মে
ক্রমান্বয়ে বাড়ে,
পুষ্ট ইলিশ সুস্বাদু
দৈনন্দিন আহারে।
মৎস্যরক্ষণ অধিক লাভ
সুখানন্দে ভরা
মাছে ভাতে বাঙালি
প্রবাদে অপ্সরা।