প্রকাশ : ০২ অক্টোবর ২০২১, ০০:০০
শুভেচ্ছা বাণী
‘ইলিশের বাড়ি চাঁদপুরে’ ইলিশ উৎসব হবে প্রতি বছর-এটাই সকলের প্রত্যাশা। চাঁদপুরের ইলিশের স্বাদের রয়েছে বিশ্ব খ্যাতি। সেজন্যে ইলিশের অপর নাম যেনো হয়ে গেছে চাঁদপুর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ইলিশ রক্ষায় এতোটা কার্যকর পদক্ষেপ নিয়েছেন যে, বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।
আমাদের চাঁদপুর ও হাইমচরের নয়নমণি, মাননীয় এমপি, দেশের ইতিহাসের প্রথম সফল পররাষ্ট্রমন্ত্রী ও দেশের ইতিহাসের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে বর্তমানে দায়িত্ব পালনকারী শ্রদ্ধেয় ডাঃ দীপু মনি চাঁদপুর এলাকার পদ্মা-মেঘনায় জাটকা ইলিশ সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় স্থানীয় প্রশাসনকে যথার্থ ভূমিকা পালনে নির্দেশ দেয়ায় এর সুফল শুধু চাঁদপুরবাসী নয়, পুরো দেশবাসী পাচ্ছে। তিনি ইলিশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ইলিশ উৎসবকে প্রণোদনা দিচ্ছেন এবং প্রায় প্রতি বছরই উদ্বোধক হিসেবে অংশ নিচ্ছেন।
আমাদের ‘সিনেবাজ’ ত্রয়োদশ ইলিশ উৎসবের স্পন্সর হতে পেরে সত্যিই আনন্দ এবং গর্ববোধ করছে।
আমরা ইলিশ উৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
মোঃ সেলিম খান
চেয়ারম্যান
১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ান
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক
শাপলা মিডিয়া
সিনেবাজ
ভয়েস টেলিভিশন।