প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ০০:০০
মুক্তির পর বঙ্গবন্ধু আস্তে আস্তে হেঁটে,
বেরুতে এলেন গেটে,
সামনে প্রধান লোহার ফটকে
বড় এক তালা এঁটে।
প্রহরী খুললো গেটের মধ্যে ছোট্ট পকেট গেট,
এই পথ দিয়ে বেরুতে গেলেই ডাউন হচ্ছে হেড।
বঙ্গবন্ধু বললেন আমি বেরুবো না এই পথে
বাঙালির নেতা করবে না মাথা নত,
শেখ মুজিব আমি মাথা রাখি উঁচু করে
বিশ্বের কাছে এই মাটি মার মান রাখি অক্ষত।
প্রধান ফটক খুলে দাও তুমি
তখন বেরুবো আমি।
আমি বাংলার মানুষের নেতা
পরিচয় বড়ো দামি।
যেমন উঠেছে দাবি,
উপায় না দেখে প্রহরী আনলো চাবি,
খুলে দিলো মূল ফটক প্রহরী
আর সেই পথ দিয়ে
বেরিয়ে এলেন বঙ্গবন্ধু
গৌরব বুকে নিয়ে।
এই আমাদের বঙ্গবন্ধু
অবিচল দৃঢ়চেতা,
বিশ্বে বিরল, আসবে না আর
এমন মহান নেতা।