রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে জন্মাষ্টমীতে লোকনাথ গীতা প্রচার সংঘের গীতা বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে লোকনাথ গীতা প্রচার সংঘ গীতা দান ও মাস্ক বিতরণসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করেছে। সোমবার (৩০আগস্ট) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার দাসপাড়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সভাপতি বিশ^জিৎ দাসের সভাপতিত্বে বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যথাক্রমে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি রতন দাস, প্রবীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রীধাম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক ক্লিন্টন তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, তথ্য ও গবেষণা সম্পাদক অমরেশ দত্ত জয়, সদস্য বিকাশ চন্দ্র দাস, সমর দাস, শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক দিলীপ চন্দ্র দাস প্রমুখ।

সভায় বক্তারা জন্মাষ্টমী উপলক্ষে বলেন, দুষ্টের দমন শিষ্টের লালনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তিনি আমাদের মাঝে শ্রীমদ্ভাগবদগীতার মাধ্যমে যেই বাণী ছড়িয়েছেন, তা সনাতন ধর্মাবলম্বী হিসেবে পালন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা ভগবান শ্রী কৃষ্ণের এই জন্মাষ্টমীতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

এদিকে একইদিন লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলার মতলব, হাজীগঞ্জ ও চাঁদপুর সদরের বিভিন্ন গীতা স্কুল পরিদর্শন ও সনাতনীদের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়