প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০০:০০
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। গতকাল শনিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন ও ফিল্ড অফিসার মোঃ রিয়াজ রহমান।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম তার বক্তব্যে মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় এবং সপ্তাহব্যাপী আয়োজনের কর্মসূচি তুলে ধরেন।
মনোয়ারা বেগম আরো বলেন, মতলব উত্তর উপজেলার মৎস্য খাতে অনেক উন্নতি হয়েছে। এখন বিক্রির জন্যে মাছ এ উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। এ উপজেলা মৎস্য চাষের জন্যে অন্যতম উপযোগী জায়গা। মৎস্য খাতে এখানে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। তারা আধুনিক উপায়ে মাছ চাষ করে অনেক উন্নতি লাভ করেছে।
তিনি আরো বলেন, এ উপজেলার মৎস্য খাতকে উন্নত করার জন্যে সর্বাত্মক চেষ্টা করছি। কৃষি শাখার মতো মৎস্য খাতেও যদি সরকারের বিভিন্ন প্রদর্শনী পায় তাহলে আরো উন্নতি করা সম্ভব। তাই মৎস্য খাতে আরো উন্নতির জন্য সরকারের সহায়তায় বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করবো। আগামী দিনে জেলার মৎস্য খাতে উন্নয়নের জন্যে সর্বোচ্চ চেষ্টা করবো।
মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরাও তাদের মতামত প্রদান করেন।
এছাড়া সপ্তাহজুড়ে মৎস্য অবমুক্তকরণ, ফরমালিন বিষয়ক সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।