রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ০০:০০

প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রোববার ফরিদগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। পরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা কৃষক লীগ, যুব মহিলা লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, ফরিদগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী গুণীজন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বিআরডিবি, সরকারি কর্মচারী সমিতি ইত্যাদি সংগঠন/প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সব শেষে উপজেলা পরিষদ চত্বরে ১৫ আগস্ট নিহত সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত (ওসি) মোঃ বাহার মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়