সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০

আইনজীবী আবদুল গফুর মজুমদার স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুরের সিনিয়র আইনজীবী মরহুম আবদুল গফুর মজুমদার স্মরণে ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি ২৭ জুন মঙ্গলবার রাত ৩টায় ঢাকার একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রোববার ২ জুলাই জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল সাড়ে ১১টায় সমিতির আয়োজনে শোকসভায় অংশ নেন সমিতির সদস্যরা। শোকসভা শুরু হওয়ার আগে জেলা জজ আদালতের এজলাসে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স পালন করা হয়। এতে অংশ নেন বিচারক সহ আইনজীবীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ কাজী আঃ গফুর।

জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম. মোস্তফা কামাল। মরহুমের জীবন বৃত্তান্ত পাঠ করেন ও শোকসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম. রফিকুল হাসান রিপন।

সভায় বক্তব্য রাখেন সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাডঃ মোঃ রুহুল আমিন (১), অ্যাডঃ নাছির উদ্দীন চৌধুরী, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাডঃ আহছান হাবীব, অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ জাহাঙ্গীর আলম মিয়া, অ্যাডঃ আমানউল্লাহ (১), অ্যাডঃ আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ হালিম পাটওয়ারী প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডঃ আবদুল গফুর মজুমদার জন্মগ্রহণ করেন ফরিদগঞ্জের সুবিদপুর এলাকায়। তাঁর বাবার নাম মরহুম নকু মিয়া মজুমদার। তিনি বসবাস করতেন চাঁদপুর শহরের কদমতলা এলাকায়। তিনি সিটি কলেজ হতে ১৯৭০ সালে এল.এল.বি. পাস করে বাংলাদেশ বার কাউন্সিলে ১৯৭৪ সালের ১২ জানুয়ারি এন্ডরোলমেন্ট হন। ১৯৭৪ সালের ২৮ জানুয়ারিতে তিনি তৎকালীন চাঁদপুর মহকুমা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং আমৃত্যু জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ৬ মেয়ে, মেয়ের জামাতা, নাতি-নাতনি, আত্মীয় স্বজন সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়