প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাডঃ তাহের হোসেন রুশদীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই। ২০১৮ সালের এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রাঃ) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
তার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সোয়া ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা এবং সবশেষে রুশদী বাড়িতে পারিবারিকভাবে ঘরোয়া পরিসরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবী অ্যাডঃ তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসা গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর পিতা।