সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০

মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়
অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার

মহান সৃষ্টিকর্তা আল্লাহতা’লার দরবারে অশেষ শোকরিয়া আদায় করছি এজন্যে যে, আজ আমার একান্তই নিজস্ব উদ্যোগে গড়া পত্রিকা চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩০ বছরে পদার্পণ। চাঁদপুর জেলায় মানসম্মত ভালো পত্রিকার অভাব অনুভব করায় এবং অনুজপ্রতিম মির্জা জাকির উপর্যুপরি তাগিদ দেয়ায় এই পত্রিকাটি আমি সাপ্তাহিক হিসেবে প্রকাশ করি। ১৯৯৪ সালের ১৭ জুন অপেক্ষার অনেক কষ্টকর প্রহর গুণে এক বৃষ্টিস্নাত সকালে চাঁদপুর কণ্ঠ যখন পাঠকের হাতে তুলে দিই, তখন একটুও ভাবিনি, চাঁদপুরের মতো ছোট্ট শহরে এটি একদিন সপ্তাহান্তে আর নয়, প্রতিদিন ভোরেই পাঠকের হাতে তুলে দেয়া সম্ভব হবে।

আমার পত্রিকায় খণ্ডকালীন কাজ করতে আসা কাজী শাহাদাত অন্যান্য স্থানীয় পত্রিকার দায়িত্ব ছেড়ে একদিন পূর্ণকালীন দায়িত্ব নেয়ায় এবং তাঁর জীবন-যৌবনের উৎকৃষ্ট সময়টা চাঁদপুর কণ্ঠে অকৃপণভাবে বিলিয়ে দেয়ায় পত্রিকাটি অত্যল্প সময়ে চাঁদপুর জেলার সিকি কোটি মানুষের প্রথম দৈনিক মুখপত্রে পরিণত হয়েছে। শুধু কি তাই, সকল ঝড়-ঝঞ্ঝা মোকাবেলা করে পত্রিকাটি নিরবচ্ছিন্ন প্রকাশনার মধ্য দিয়ে সর্বাধিক প্রচার সংখ্যা ধরে রেখে সুদীর্ঘ ২৯ বছর অতিক্রম করে আজ ৩০ বছরে পদার্পণ করতে সক্ষম হয়েছে। এখন তিন দশকের মাইলফলক ছুঁতে অপেক্ষা করতে হবে যে মাত্র তিনশত চৌষট্টি দিন। আশা করি, আল্লাহর অশেষ রহমতে এই অপেক্ষা শেষ হবে অনেক স্বাচ্ছন্দ্যে ও বিপুল প্রাণচাঞ্চল্যে।

যারা এই দীর্ঘ পথচলায় আমাদের সারথী হয়েছেন, অস্তিত্বের সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে ধৈর্য ও সাহসিকতার সাথে যোদ্ধার ন্যায় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাদের সকলের প্রতি রইলো অপরিসীম কৃতজ্ঞতা।

বয়স আমার প্রায় সত্তর। আমাকে যদি পরম করুণাময় আল্লাহতা’লা নেক হায়াত দান করেন, তাহলে তিরিশ বছরপূর্তির মাহেন্দ্রক্ষণটি আমি ইনশাল্লাহ দেখে যেতে পারবো। সুপ্রিয় পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ অন্য সকলে আশা করি অনেক আন্তরিকতার সাথে চাঁদপুর কণ্ঠ পরিবারের প্রতিজন সদস্যের জন্যে দোয়া করবেন।

লেখক : প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, দৈনিক চাঁদপুর কণ্ঠ; তিনবারের সাবেক সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়