প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ চাঁদপুর থেকে প্রকাশিত একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা। সেই ১৯৯৪ সালে জন্মলাভ করে হাঁটি হাঁটি পা পা করে শৈশব, কৈশোর ও যৌবন পেরিয়ে চাঁদপুর কণ্ঠ আজ অনেকটাই পরিণত। সুদীর্ঘ ২৯ বছরের পথ পরিক্রমায় এ পত্রিকাটি তথ্যবহুল ও সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে শীর্ষে অবস্থান করছে। দেশে-বিদেশে রয়েছে এর অগণিত পাঠক। এ পত্রিকার সাথে জড়িত নির্ভীক এক ঝাঁক কলম সৈনিক রয়েছেন, যারা দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে পত্রিকাটিকে একটি মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে প্রতিষ্ঠিত করেছেন। শত বাধা-বিঘ্নকে অতিক্রম করে চাঁদপুর কণ্ঠ তার নিজস্ব সত্তাকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে।
চাঁদপুর কণ্ঠ এ দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সফলতা ও ব্যর্থতার মঝেও অনেক ভালো দিকই অর্জন করছে। চাঁদপুর কণ্ঠের অনেক অর্জনের মাঝে অন্যতম অর্জন হলো সিকেডিএফ প্রতিষ্ঠা। যা চাঁদপুর জেলায় বাপক সাড়া জগিয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক প্রতিযেগিতা জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে বিতর্কের যে জোয়ার এনেছিলো তা সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছিল। ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে এ বিতর্ক আন্দোলন ব্যাপক সাড় জাগায়। বিতর্ক আন্দোলনকে অব্যাহত রাখা এবং এর ব্যাপক প্রচার-প্রসারের জন্যে প্রতি উপজেলায় নিয়োজিত করা হয় সিকেডিএফ উপজেলা শাখা। যাদের সফল নেতৃত্বে উপজেলায় বিতর্কের জাগরণ সৃষ্টি হয়েছিল। প্রতি উপজেলার মতো শাহরাস্তি উপজেলায়ও সিকেডিএফ-এর সভাপতির দায়িত্ব যিনি পালন করেছেন, তিনি হলেন মেহের ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক প্রয়াত মোহামদ কবিরুল ইসলাম মজুমদার, যার সুযোগ্য নেতৃত্বে শাহরাস্তিতে বিতর্ক ব্যাপক প্রসার লাভ করে। তিনি ছিলেন একজন সৎ, কর্মনিষ্ঠ ও নিষ্ঠাবান ব্যক্তি। যার কারণে তিনি সভাপতি হিসেবে তার কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। আজকের এইদিনে আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। তিনি একজন ভালো মানুষ হিসেবে সবার হৃদয়ে চির জাগ্রত থাকবেন।
চাঁদপুর কণ্ঠের সাথে জড়িত জেলা-উপজেলা পর্যায়ের দক্ষ অভিজ্ঞ ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টা পত্রিকাটিকে একটি মর্যাদাপূর্ণ স্থানে যে পৌঁছে দিয়েছে তাতে সন্দেহ নেই। উপজেলা পর্যায়ের দক্ষ ও অভিজ্ঞ সংবাদকর্মী তাদের মেধা, শ্রম, কর্তব্যনিষ্ঠা ও সময়নিষ্ঠার মাধ্যমে যে অবদান রাখছেন, সেজন্যে এ সকল কলম সৈনিকের প্রতি রইলো অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যাঁদের কথা না বললেই নয়, তাঁরা হলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার ও প্রধান সম্পাদক সর্বজনশ্রদ্ধেয় কাজী শাহাদাত। একজন হলেন জন্মদাতা, আরেকজন হলেন পরিচর্যাকারী। পত্রিকাটির নাম মনে পড়লেই এই দুজনের প্রতিচ্ছবি প্রতিফলিত হয়। যাঁদের জন্ম না হলে এ পত্রিকার জন্ম হতো না। আজকের এইদিনে অসীম ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত করছি তাঁদেরকে।
পরিশেষে এ পত্রিকার সাথে জড়িত সকল নিষ্ঠাবান কর্মীর প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। সেই সথে পত্রিকাটির উত্তোরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।
আল্লাহ হফেজ।
লেখক পরিচিতি : সিনিয়র সহকারী শিক্ষক, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়।
শাহরাস্তি, চাঁদপুর।