সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০

আমি যাঁর কাছে ঋণী
মোহাম্মদ মহিউদ্দিন

যে আমি আজ থেকে প্রায় ৭ বছর পূর্বে ৮-১০ জন মানুষের সম্মুখে দাঁড়িয়ে গুছিয়ে কথা বলতে পারতাম না, সেই আমি দৈনিক চাঁদপুর কণ্ঠ কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের সাথে থেকে বক্তৃতা দিতে শিখেছি। শিখেছি শত শত মানুষের সম্মুখে অনর্গল কথা বলার। শিখেছি কীভাবে অনুসন্ধানী সংবাদ তৈরি করতে হয়। শিখেছি শত প্রতিকূলতার মাঝে নিজেকে অনড় রেখে শত্রুর মোকাবেলা করা যায়। প্রায় এক যুগ পূর্বে যখন স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার মধ্যে দিয়ে নিয়মিত লেখালেখি শুরু করি তখন শুদ্ধ বানান রীতির কিছুই বুঝতাম না। জানতাম না কীভাবে বিষয়ভিত্তিক সংবাদ সংগ্রহ করতে হয়। আজকের এই দিনে ধন্যবাদ জানাই দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা ও বার্তা সম্পাদক আল-ইমরান শোভন ভাইয়ের প্রতি। তারা আমাকে সাংবাদিকতায় হাতে খড়ি দিয়েছেন। তাদের কারণে আজ আমি চাঁদপুর থেকে প্রকাশিত প্রথম দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার কচুয়া ব্যুরো ইনচার্জের দায়িত্ব পালন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাকে একজন শিশু থেকে কিশোর সাংবাদিক বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তিনি আর কেউ নন তিনি সর্বজনশ্রদ্ধেয় কাজী শাহাদাত ভাই। যখন এ পেশা থেকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ঠিক তখনই তিনি অভিভাবকের মতো অনুপ্রেরণা যুগিয়ে পাশে থেকেছেন। আমি তাঁর প্রতি চির কৃতজ্ঞ। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের প্রতি, যারা নিয়মিত পত্রিকাটি পড়ে আমাকে লেখার অনুপ্রেরণা যুগিয়েছেন।

আমি নিয়মিত দৈনিক চাঁদপুর কণ্ঠে লিখি। গত ৭ মাস যাবৎ শারীরিক অসুস্থতার কারণে লেখালেখিতে পিছিয়ে পড়েছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বর্তমানে কিছুটা সুস্থবোধ করছি। পত্রিকাটি প্রিন্ট কপির পাশাপাশি অনলাইনেও শ্রেষ্ঠ পত্রিকায় রূপান্তরিত হয়েছে। এখানে রয়েছে সত্যিকারের সাংবাদিক। যারা সত্যকে উন্মোচিত করতে আগ্রহী এবং সত্যের প্রতি অবিচল। আমি গর্বিত এমন একটি পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর কণ্ঠ পরিবারের দ্বিতীয় অভিভাবক পরম শ্রদ্ধেয় কাজী শাহাদাতের কাছে আমাকে দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় ব্যুরো ইনচার্জ হিসেবে নিয়োগ দেয়ার জন্যে।

আগামী ১৭ জুন চাঁদপুর কণ্ঠ পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক চাঁদপুর কণ্ঠ পরিবারের মূল অভিভাবক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের পক্ষ থেকে অত্র পত্রিকার সাথে সংশ্লিষ্ট কলাকুশলী, বিজ্ঞাপনদাতাসহ পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

-মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া ব্যুরো ইনচার্জ, দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়