প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০
পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি প্রত্যাশা করি, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্যে সামনের দিনগুলোতে যে সংগ্রামে জাতিকে অবতীর্ণ হতে হবে, সেই সংগ্রামে জনমত গঠনে চাঁদপুর কণ্ঠ অতীতের মতোই সাহসী ভূমিকা পালন করবে। আমি চাঁদপুর কণ্ঠের সব শুভ উদ্যোগের সাফল্য কামনা করি।
চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রত্যাশা, অতীতের মতো ভবিষ্যতেও সব ধরনের চাপ ও ভয়-ভীতি উপেক্ষা করে পত্রিকাটি সত্য, সুন্দর ও উন্নয়নের পক্ষে ভূমিকা পালন করে যাবে।
আমি মনে করি, গণমাধ্যমের স্বাধীনতা, তাদের দায়িত্বশীলতা, নাগরিকের অধিকার এবং গণতান্ত্রিক শাসন একই সুতোয় গাঁথা। বস্তুত গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা ও সাহসিকতা প্রদর্শনের ওপর গণতন্ত্রের কার্যকারিতা বহুলাংশে নির্ভর করে। বস্তুনিষ্ঠ ও পরিচ্ছন্ন গণমাধ্যম ছাড়া গণতান্ত্রিক শাসন কায়েম করা ও অব্যাহত রাখা যায় না। তাই আমাদের সমাজে গণতন্ত্রের যথাযথ বিকাশ ঘটাতে সংশ্লিষ্ট সবাইকে গণমাধ্যমের যথার্থ বিকাশের দিকে জরুরি ভিত্তিতে নজর দিতে হবে।
প্রভাষক হারুনুর রশিদ
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,
হাইমচর উপজেলা বিএনপি।