প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার পীরে কামেল শায়খ বোরহান উদ্দিন তাঁর গ্রাম ফরাজিকান্দিতে ১৯৪৯ সালে ‘ফরাজিকান্দি উয়েসিয়া মাদ্রাসা’ প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসাটি ঘিরেই পরবর্তীতে একটি কমপ্লেক্স গড়ে উঠে, যা ফরাজিকান্দি নেদায়ে ইসলাম কমপ্লেক্স নামে পরিচিত। এলাকাবাসী কমপ্লেক্সটিকে ‘ফরাজিকান্দি কমপ্লেক্স’ বলে থাকেন। শায়খ বোরহান উদ্দিনের মাজার এখানে হওয়ায় এই কমপ্লেক্সটি বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। মেঘনার তীরে অবস্থিত ফরাজিকান্দি কমপ্লেক্স-এর ফরাজিকান্দি উয়েসিয়া মাদ্রাসাটিতে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষাক্ষেত্র ছাড়াও সংস্কৃতি, গবেষণা, চিকিৎসা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে কমপ্লেক্সটি শুধু মতলব উপজেলা নয়, সমগ্র চাঁদপুরেই বিশেষ সুনাম অর্জন করেছে। এই কমপ্লেক্সটির মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত উপকৃত হচ্ছে।