প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর কণ্ঠের ৩০ বছরে পদার্পণ যুগপৎ আনন্দ ও গৌরবের বিষয়। প্রাণপণ সংগ্রাম, হাসিমুখে কষ্টকে গ্রহণ ও বিশাল পাঠকের নিকট গ্রহণযোগ্যতা পাওয়ায় এ পত্রিকাটি অগ্রযাত্রা বজায় রাখতে সক্ষম হয়েছে। তাই ২৯ বছর পূর্তির আনন্দঘন মুহূর্তে পত্রিকার আশানুরূপ সাফল্যের জন্যে গুণী সম্পাদক, প্রধান সম্পাদক ও চাঁদপুর কণ্ঠ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন পাঠকরা।
বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক মোঃ শাহাদাত করিম চৌধুরী বলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠকপ্রিয় পত্রিকা। সব সংবাদই পাওযা যায় এর মধ্যে।
পোল্যান্ড প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাসুদুর রহমান তুহিন জানান, সকালে ঘুম থেকে উঠেই অনলাইনে চাঁদপুর কণ্ঠ পড়ি। জানতে পারি এলাকার খবর। ধন্যবাদ ও শুভ কামনা চাঁদপুর কণ্ঠকে।
চাঁদপুর কণ্ঠের মতলব উত্তর পাঠক ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মঞ্জুর আহমদ টিটু বলেন, চাঁদপুরের তরতাজা খবরসহ প্রত্যন্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, নির্যাতনের চিত্র প্রতিনিয়তই তুলে ধরা হয় চাঁদপুর কণ্ঠে। নিয়মিত প্রকাশিত হওয়ার কারণে চাঁদপুর কণ্ঠ বেশি জনপ্রিয়। জন্মদিনে শুভ কামনা রইলো।
কবি ও সাহিত্যিক রাজিয়া রহমান পিংকি জানান, মফস্বল শহর থেকে এতো ভালো পত্রিকা বের হয় চাঁদপুর কণ্ঠ না দেখলে বোঝাই যেতো না। তাও আবার নিয়মিত। সাহিত্য পাতা বের করায় পত্রিকাটি আরো সমৃদ্ধ হয়েছে। চাঁদপুর কণ্ঠের জন্যে শুভ কামনা রইলো।
ফরিদ আহমেদ ইওেফাক জানান, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জ্ঞানী-গুণীদের সংবর্ধনা প্রদান করে আমাদেরকে জ্ঞানী- গুণীর সংস্পর্শে আসার বা তাদের সম্বন্ধে জানার সুযোগ করে দিয়েছে চাঁদপুর কণ্ঠ। আশা করি এ যাত্রা অব্যাহত থাকবে।