সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০

অপার সম্ভাবনায় মতলবের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার
মোঃ রোবেল হোসেন ॥

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার দক্ষ জনসম্পদ তৈরি করা। এই দক্ষ জনসম্পদ তৈরিতে প্রযুক্তির বিকল্প নেই। প্রযুক্তিখাতকে এগিয়ে নেয়ার উদ্দেশ্যে দেশে নির্মাণ করা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। দেশের ১১ জেলার মধ্যে মতলবে নির্মাণ করা হচ্ছে এই আইটি পার্কটি। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।

শেখ কামাল আইটি পার্কটির মাধ্যমে দূর হবে হাজার হাজার লোকের বেকারত্ব, মিলবে কর্মসংস্থান। আইটি পার্কটিতে প্রশিক্ষণ দেয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের প্রযুক্তিখাতকে আরো বেশি সমৃদ্ধ করবে এসব শিক্ষার্থী। প্রতি বছর প্রায় ১০০০ শিক্ষার্থীকে দেয়া হবে এই প্রশিক্ষণ। এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পাল্টে যাবে মতলব উত্তর ও দক্ষিণের অর্থনৈতিক দৃশ্যপট।

স্থানীয়রা জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মতলব উত্তরে অনেক লোকের কর্মসংস্থান হবে, নির্মাণ করা হবে নতুন নতুন সড়ক পথ। যার মাধ্যমে আরো দৃষ্টিনন্দন হবে মতলব উত্তর।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ধনাগোদা নদীর তীরে প্রায় ৬ একর জমির ওপর নির্মাণ করা হচ্ছে এই ট্রেনিং সেন্টারটি। এই সেন্টারে স্থাপন করা হবে ৬ তলা বিশিষ্ট একটি প্রশিক্ষণ কেন্দ্র, নানা স্থাপনা ও খেলার মাঠ।

প্রকল্পটির সাইট ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ইতিমধ্যে প্রকল্পটির প্রায় ৩০ শতাংশের অধিক কাজ সম্পন্ন হয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রকল্প হস্তান্তর করতে পারবেন বলে আশা রাখেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ডিজেল প্লান্ট লিমিটেডের তত্ত্বাবধানে ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়