সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০

সংবাদ আর সাংবাদিক তৈরিতে কাজ করছে চাঁদপুর কণ্ঠ
মাহবুব আলম লাভলু

জাতীয় ঐক্য ও সংহতি সৃষ্টি করার একটি হাতিয়ার সংবাদপত্র। লেনিন সংবাদপত্রকে বলতেন যৌথ সংগঠক। বাস্তব সত্যি হলো, কারো পক্ষেই দেশের সব মানুষ সম্পর্কে জানা বা সব এলাকার খোঁজ রাখা সম্ভব নয়। সংবাদপত্র যখন জেলার খবর দেয়, সারাদেশের খবর দেয়, তখন অজানা মানুষ, অজানা এলাকা এবং অভিজ্ঞতার বাইরে জীবনের সঙ্গে জানাজানি ঘটে। এভাবে দিনে দিনে সংবাদপত্র তার পাঠকের মনে দেশ, দেশের জীবনযাত্রা এবং বাস্তবতা সম্পর্কে ধারণা গড়ে তোলে। সংবাদপত্র হিসেবে এ কাজটি করছে দৈনিক চাঁদপুর কণ্ঠ।

আমি গর্ববোধ করি এই বলে যে, আমি চাঁদপুর কণ্ঠ পরিবারের একজন সদস্য। ১৯৯১ সালে যখন আমি কুমিল্লা সরকারি কলেজে পড়ি, তখন দৈনিক রূপসী বাংলা পত্রিকার মাধ্যমে আমার লেখালেখি শুরু। সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠের তৎকালীন নির্বাহী সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত ভাইয়ের মাধ্যমে শুরু হয় আমার সাংবাদিকতার জীবন। আজো আছি চাঁদপুর কণ্ঠে এবং থাকবো। সাংবাদিকতায় কাজী শাহাদাত আমার আদর্শ এবং প্রেরণা।

পেশাদারিত্ব র্অজনের জন্যে একজন সাংবাদিকের দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখাটা জরুরি। নিয়মিত দেশ-বিদেশের সংবাদপত্র পড়া, টেলিভিশনের নিউজ চ্যানেলগুলো অনুসরণ করা, ইন্টারনেটে খবর ও সাম্প্রতিক ঘটনাবলির দিকে নজর রাখা ভালো সাংবাদিক হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ। তেমনি ভালো সাংবাদিক হওয়ার জন্যে গুরুত্বর্পূণ হলো ভালো পত্রিকা ও সম্পাদক। ভালো সাংবাদিকের নীতি হওয়া উচিত, তিনি জানবেন বেশি, লিখবেন সতর্কভাবে ঠিক যতোটুকু তিনি নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবেন। আর এর জন্যে সহযোগিতা থাকতে হবে পত্রকিার মালিক ও পত্রিকার সম্পাদনায় নিয়োজিত ব্যক্তিগণের। অনুসন্ধানী, বিশ্লেষণাত্মক মনোভাব এবং দলনিরপেক্ষ ও স্বাধীন দৃষ্টভিঙ্গি একজন পেশাদার সাংবাদিককে জনপ্রিয় করে তোলে। এ জনপ্রিয়তা বাস্তবায়নে পত্রিকা ও সম্পাদকের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশারের ঔদার্যে এ কাজটি করছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

সাংবাদিকতার জগৎটি গত এক যুগে অনেক প্রসারিত হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি নতুন নতুন মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও ও সর্বশেষ ইন্টারনেটভিত্তিক পত্রিকা। বাংলাদেশে এই পেশার অনেক সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই পাঠক ও সংবাদকর্মীদের কথা মাথায় নিয়ে চাঁদপুর কণ্ঠ অনলাইন জগতে পা দিয়েছে বহু আগেই। বিশ্বের যে কোনো দেশ থেকে ক্লিক করলে পাওয়া যাচ্ছে স্থানীয় বিভিন্ন সংবাদ।

সাংবাদিকতা করার নেশা আমাকে পেয়ে বসলে বিভিন্ন পত্রিকা খুঁজে ফিরছিলাম। বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠের কথা। ছুটে গলোম চাঁদপুর। চাঁদপুর হকার্স মার্কেটে সাপ্তাহিক চাঁদপুর কণ্ঠের কার্যালয়ে। পেয়ে গেলাম কাজী শাহাদাত ভাইকে। কথা মতো সিভি জমা দেিয় নিউজ পাঠানো শুরু করলাম। তখন নিউজপ্রিন্ট কাগজে সংবাদ লিখে ২০ পয়সার টিকিট বসিয়ে খোলা ডাকে নিউজ পাঠাতে হতো। অপেক্ষা করতাম কবে নিউজ ছাপা হবে। ছাপানো নিউজ পড়া ও মানুষকে দেখানো ছিল আনন্দের বিষয়।

চাঁদপুর কণ্ঠের নীতমিালা ও বর্তমান প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত ভাইয়ের আদর্শ, অনুপ্ররেণা ও সহযোগিতায় আমি একজন সাংবাদিক হওয়ার পথে এগিয়ে চলছি। চাঁদপুর কণ্ঠ আমাকে সমাজে পরিচিতি দিয়েছে। আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বহুদূর।

দৈনিক চাঁদপুর কণ্ঠ-পাঞ্জেরী বিতর্ক প্রতযোগিতা আয়োজনরে মাধ্যমে চাঁদপুর কণ্ঠ সর্বমহলে প্রশংসিত। বিতর্কের মাধ্যমে চাঁদপুর কণ্ঠ পৌঁছে গেছে সর্বত্র। চাঁদপুর কণ্ঠ শুধু ভালো সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে না, সাংবাদিকতার পাশাপাশি পুরো জেলায় ভালো বিতর্ক সংগঠকও তৈরি করেছে।

সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা, ভালো লাগা

সাংবাদিকতা একটা মহান পেশা। তবে এটা পেশা না নেশা এ নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। একজন সাংবাদিক সাংবাদিকতাকে যে কোনো ভাবেই নিতে পারেন। এখানে সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা, ভালোলাগা। এই নেশাটা হচ্ছে দেশের জন্যে, মানুষের জন্যে কিছু করার নেশা। আমার মনে হয়, একজন চিকিৎসক যেভাবে মানুষের সেবা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সেবা করতে পারেন একজন সাংবাদিক।

প্রতি মুহূর্তে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নাম সাংবাদিকতা। পরিবারকে বিপদের মধ্যে রেখেও করতে হয় সাংবাদিকতা। প্রতি মুহূর্তে জনগণের সাহায্য করার নাম সাংবাদিকতা। ন্যায়নিষ্ঠার সাথে এ পেশায় সঠিকভাবে দায়িত্ব পালন করলে জনগণের কাছে প্রিয় সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ হলো সার্থকতা।

তথ্য ও সংবাদকে বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে হবে--একজন আদর্শ সাংবাদিককে সর্বদা এ কথা স্মরণ রাখতে হবে। পূর্ণ বিশ্বস্ততার সাথে তা জনসম্মুখে উপস্থাপন করা সাংবাদিকের একান্ত কর্তব্য। কিন্তু কিছু মিডিয়া কর্মী সময়ের অপেক্ষা না করে বা খবরের শেষ না জেনেই কোনো একটি খবর প্রচার করে দেয়। অথবা সামান্য ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করেই অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার করে ফেলে। এটা একটি জঘন্য অপরাধ। দেখা দেয় সংবাদকর্মী ও পাঠকদের মধ্যে দ্বিধা-বিভক্তি।

সততা একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ। অনেক যোগ্যতা ও দক্ষতা থাকলেও সততার অভাবে অর্জিত সম্মান ধুলোয় মিশে যেতে পারে। যেহেতু গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়, তাই গণমাধ্যমকর্মীদেরও দর্পণের মতো স্বচ্ছ হতে হবে। এটা তাদের সামাজিক দায়বদ্ধতার অংশবিশেষ ও বিশেষ ভূষণও বটে। সঠিক ও সৎ সাংবাদিকতা সমাজ বদলে দিতে পারে।

সাংবাদিকতা একটি জনসেবামূলক সম্মানজনক পেশা। আয়নায় যেমন নিজের চেহারা প্রতিবিম্বিত হয়, তেমনি দেশ, জাতি, সমাজ এমনকি সমকালীন বিশ্বের চলমান ঘটনা, জীবনযাত্রা, চিন্তা-চেতনা, জাতীয় স্বার্থ ও দিকনির্দেশনা সংবাদপত্রের পাতায় ছাপা হয়। সংবাদপত্র ও সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক এবং পাঠকরাই হচ্ছে সংবাদপত্রের প্রাণশক্তি। সামাজিক উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সত্য-সুন্দর এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

মাহবুব আলম লাভলু : ব্যুরো ইনচার্জ, মতলব উত্তর উপজেলা, দৈনিক চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়