প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি ১৯৯৪ সালের ১৭ জুন যাত্রা শুরু করে। দৈনিক চাঁদপুর কণ্ঠের সাথে ২০০৯ সাল থেকে আমি সম্পৃক্ত। চলতি ২০২৩ সালের ১৭ জুন চাঁদপুর কণ্ঠ ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রায় ১৫ বছর যাবৎ পত্রিকার সাথে কাজ করছি। শুরুতে চাঁদপুরে এতো পত্রিকা ছিল না। এ দীর্ঘ পথচলায় পত্রিকার সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে। এমন অনেকের সাথে সম্পর্ক হয়েছে, যাদের অনেকেই এখন পত্রিকার সাথে সম্পৃক্ত নেই। তবুও চাঁদপুর কণ্ঠের সাথে সম্পর্কটা আরো অনেক নিবিড় হয়েছে। এ পথচলায় অন্য পত্রিকায় সংবাদ পরিবেশনের জন্যে অফার পেলেও কেন জানি চাঁদপুর কণ্ঠ ছেড়ে যেতে মন চায়নি। কখনও এ রকম চিন্তা আসেনি যে, চাঁদপুর কণ্ঠ ছেড়ে যাব। বাকিটা জীবন যাতে চাঁদপুর কণ্ঠের সাথে থাকতে পারি, মহান আল্লাহতায়লার কাছে সেই তৌফিক কামনা করছি।
চাঁদপুর কণ্ঠে যারা আছেন তারা সকলকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আমাকেও আপন করে নিয়েছেন। প্রয়োজনে তাদের মন খুলে জানাতে পারি। পত্রিকার কাজগুলো নিজের কাজ মনে করে করি সব সময়। দৈনিক চাঁদপুর কণ্ঠের বিভিন্ন দায়িত্ব, পত্রিকায় সংবাদ পরিবেশন, বানান সংশোধন অন্য কোনো পত্রিকায় খুব বেশি দেখা যায় না। তবে মিস করি দৈনিক চাঁদপুর কণ্ঠের বিতর্ক প্রতিযোগিতা। যদিও এক সময় কষ্ট মনে হতো। কিন্তু এখন মনে হয়, বিতর্ক প্রতিযোগিতা আবারো শুরু করা প্রয়োজন। অনেকেই মুঠোফোনে কথা বলেন, করোনা মহামারী তো শেষ হয়েছে, আবার দৈনিক চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা কবে শুরু হবে? সহসাই বিতর্ক প্রতিযোগিতা শুরু হোক কামনা করছি।
দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত মাঝে মাঝে আমাদের ব্যুরো ইনচার্জদের অ্যাসাইনমেন্ট দেন। যথাসময়ে অ্যাসাইনমেন্টগুলো দেয়ার ইচ্ছে থাকলেও অন্যান্য কাজের কারণে দিতে পারি না। কোনো বিষয় জানা ও বলার থাকলে তাঁকে ফোন দেই, তিনি সুন্দরভাবে বুঝিয়ে দেন। সংবাদ পরিবেশনের পর কোনো অভিযোগ থাকলে তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং পরামর্শ দেন। এটাই আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা। বাকি সময়টা যেন চাঁদপুর কণ্ঠের সাথেই থাকতে পারি।
পত্রিকাটি নিয়মিতভাবে ছাপানোসহ বিশেষ সংখ্যায় পাঠক ফোরাম, বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাক্ষাৎকার, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার সংবাদ, সাহিত্যপাতা, সুচিন্তা, শিক্ষাঙ্গন, পাঠক ফোরাম, ক্রীড়াকণ্ঠ, ইসলামীকণ্ঠ, চিকিৎসাঙ্গন, কৃষিকণ্ঠ, সংস্কৃতি অঙ্গন, শিশুকণ্ঠ প্রভৃতি পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আমাদের প্রেরিত সংবাদগুলোর ভুল বানান বাদ দিয়ে সংশোধন করে ছাপানো পত্রিকাটিকে এ জেলায় আরো একধাপ এগিয়ে নিয়ে গেছে।
দৈনিক চাঁদপুর কণ্ঠ তো আমাদের পত্রিকা। আলাদাভাবে চাঁদপুর কণ্ঠকে কী বলবো। আসলে চাঁদপুর কণ্ঠকে কখনো আলাদাভাবে ভাবি না। চাঁদপুর কণ্ঠ আমার ভালোবাসার পরিবার। পরিবারের সদস্যদের জন্যে শুভ কামনা একটু বেশিই থাকে। চাঁদপুর কণ্ঠের জন্যে আমার শুভ কামনা তেমনই। চাঁদপুর কণ্ঠ পাঠকদের আস্থা ও ভালোবাসায় ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। দোয়া করি, এভাবেই আরো শত শত ৩০ বছর পার করুক চাঁদপুর কণ্ঠ।
রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকির : মতলব ব্যুরো ইনচার্জ, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও প্রেসিডেন্ট, মতলব রোটারী ক্লাব।