প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক চাঁদপুর কণ্ঠ জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। আশা করি চাঁদপুর কণ্ঠের এ প্রয়াস ও ধারাবাহিকতা অব্যাহত থাকবে। চাঁদপুর জেলার প্রত্যেকটি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রচার ও প্রসারে চাঁদপুর কণ্ঠ নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়নমূলক কাজ করতে কোনো কোনো বাধা দূর করার বিষয়টি যে বড় ধরনের চ্যালেঞ্জ, তা মোটামুটি সবাই অবহিত। বাধা যত কঠিনই হোক, আশা করি চ্যালেঞ্জ মোকাবেলায় চাঁদপুর কণ্ঠ অতীতের মতো আগামীতেও পিছপা হবে না। বস্তুত এ ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণেই পত্রিকাটি এতো জনপ্রিয়।
সংবাদ প্রকাশে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণেই চাঁদপুর কণ্ঠ জেলার সর্বমহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। অর্জন করেছে পাঠকপ্রিয়তা। চাঁদপুর কণ্ঠের এসব বৈশিষ্ট্য অক্ষুণ্ন থাকলে আশা করা যায় এটি আরো দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবে। আশা করি, পত্রিকাটি আরো সুন্দর ও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আমাদের দেশের বিভিন্ন পণ্য মানসম্মত না হলে এভাবে উন্নত দেশের ক্রেতাদের আকৃষ্ট করতে পারতো না। এমন আরো অনেক বিষয় রয়েছে, যাতে দেশের উন্নয়নের গতিটা বোঝা যায়। আমাদের দেশটা যে দ্রুত এগিয়ে যাচ্ছে--উন্নয়নের এসব খবর সবার জানা দরকার। দেশের উন্নয়নের সংবাদ প্রকাশের দিক দিয়ে চাঁদপুর কণ্ঠ এগিয়ে রয়েছে। পত্রিকাটি এ বিষয়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে--এটাই আমার প্রত্যাশা।
পত্রিকার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বর্ষে পদার্পণে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।
আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি
জাতীয় সংসদ সদস্য
২৬১-চাঁদপুর-২
সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি
বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
বাংলাদেশ জাতীয় সংসদ