সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০

বাণী
অনলাইন ডেস্ক

জাতীয় পর্যায়ে প্রকাশিত সংবাদপত্রে আঞ্চলিক সংবাদ সবসময় গুরুত্বের সাথে প্রকাশ করা সম্ভব হয় না। সে জন্যে, যে কোনো অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা সহ প্রতিনিয়ত সংঘটিত ঘটনাবলির সঠিক চিত্রায়ণ সম্ভব হয় না। এমন বাস্তবতায় আঞ্চলিক সংবাদপত্র প্রকাশের অনিবার্যতা রয়েছে। আমি জেনে আনন্দিত হয়েছি যে, আমার জেলা চাঁদপুরে সেই প্রয়োজনীয়তা পূরণে চাঁদপুর কণ্ঠ প্রথম দৈনিক হিসেবে প্রত্যাশিত ভূমিকা রেখে চলছে। ১৯৯৪ সালের ১৭ জুন সাপ্তাহিক হিসেবে প্রতিষ্ঠার মধ্য দিয়ে পত্রিকাটি মাত্র চার বছর পর ১৯৯৮ সালের ১৪ ডিসেম্বর দৈনিকে উন্নীত হয় এবং তারপর নিরবচ্ছিন্ন প্রকাশনার মধ্য দিয়ে ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

আমি জানতে পেরেছি, ১৯৯৯ সালে দৈনিক চাঁদপুর কণ্ঠ সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত হয় এবং জেলার সর্বাধিক প্রচারিত বস্তুনিষ্ঠ দৈনিক হিসেবে জেলাবাসীর কাছে সমাদৃত হয়ে আসছে। চাঁদপুর জেলার ২৫ লক্ষাধিক মানুষের দৈনিক মুখপত্র হিসেবে চাঁদপুর কণ্ঠ সংবাদপত্রের নীতিমালা অনুযায়ী যথার্থতা রক্ষায় আন্তরিক। জনগ্রহণযোগ্যতায় এটা প্রমাণিত।

আমি মনে করি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এমতাবস্থায় সংবাদপত্রসহ সকল ধরনের গণমাধ্যম উন্নয়ন সাংবাদিকতাকে গুরুত্ব দেয়া অতীব জরুরি। আমার বিশ্বাস, দৈনিক চাঁদপুর কণ্ঠ এ বিষয়ে আরো মনোযোগী হবে।

চাঁদপুর কণ্ঠের গৌরবের ৩০ বছর পদার্পণ উপলক্ষে ২৮ মে রোববার মতলব দক্ষিণের জন্যে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। এটা খ্বুই মহতি উদ্যোগ। আমি এই উদ্যোগের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

চাঁদপুর কণ্ঠ অস্তিত্বের লড়াইয়ে কেবলই সম্মুখপানে এগিয়ে চলুক--এমন প্রত্যাশা ব্যক্ত করছি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই জননন্দিত পত্রিকার সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

প্রফেসর ড. শামসুল আলম

প্রতিমন্ত্রী,

পরিকল্পনা মন্ত্রণালয়,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়