সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০

প্রতিদিন নূতন আঙ্গিকে ব্যতিক্রম সংবাদ ছাপার আগ্রহ আছে পত্রিকা কর্তৃপক্ষের
এমকে মানিক পাঠান ॥

চাঁদপুরের সর্বপ্রথম ও সুযোগ্য সম্পাদনায় প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার একজন নিয়মিত পাঠক ফরিদগঞ্জের আল-মদিনা হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মোঃ মাহমুদ ই এলাহী। দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত তিনি চাঁদপুর কণ্ঠের নিয়মিত পাঠক। এ পত্রিককায় প্রকাশিত সকল কিছুই তিনি পড়ে আসছেন। চাঁদপুর কণ্ঠের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাঃ মাহমুদ ই এলাহীর দেয়া সাক্ষাৎকারটি নেয়া হয়েছে গত শুক্রবার।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর কণ্ঠ পড়ছেন কতদিন?

ডাঃ মাহমুদ ই এলাহী : চাঁদপুর কণ্ঠ পত্রিকাটির একজন নিয়মিত পাঠক হিসেব পড়ে আসছি প্রায় ১৫ বছর যাবৎ।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর কণ্ঠ সম্পর্কে আপনার বক্তব্য কী?

ডাঃ মাহমুদ ই এলাহী : এই পত্রিকায় জেলার সকল সংবাদ খুঁজে পাওয়া যায়। আবার চাঁদপুর কণ্ঠে প্রকাশিত বিভিন্ন সমস্যা, অপরাধ, অনিয়ম ও দুর্নীতি নিয়ে অনুসন্ধানমূলক বিস্তারিত প্রতিবেদন পড়তে ভালো লাগে।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর কণ্ঠের একজন পাঠক হিসেবে কি আপনার সব চাহিদা খুঁজে পান?

ডাক্তার মাহমুদ ই এলাহী : সব চাহিদা তো কেউই মিটাতে পারে না পারবেও না। সময় ও পরিস্থিতির কারণে হয়তো সব চাহিদা মেটানো সম্ভব হয় না বলে আমি মনে করি।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর কন্ঠ পত্রিকায় আপনার চাহিদা কী হতে পারে ?

ডাঃ মাহমুদ ই এলাহী : জনসমস্য বিষয়ে বিস্তারিত প্রতিবেদন ও অনুসন্ধানমূলক প্রতিবেদন বেশি বেশি ছাপা হলে আরো ভালো লাগতো। তবে চাঁদপুর কণ্ঠ পড়ে মনে হচ্ছে প্রতিদিন নূতন আঙ্গিকে ব্যতিক্রম সংবাদ ছাপার আগ্রহ আছে কর্তৃপক্ষের।

চাঁদপুর কণ্ঠ : চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনার প্রতিক্রিয়া কী?

ডাঃ মাহমুদ ই এলাহী : দীর্ঘ বছর যাবৎ চাঁদপুর কণ্ঠ যেভাবে তার সুনাম ও মর্যাদা অক্ষুণ্ন রেখে নিয়মিত প্রকাশনা ও প্রচার অব্যাহত রেখেছে এজন্যে উক্ত পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়