সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০

শুভেচ্ছা বাণী
অনলাইন ডেস্ক

পদ্মা-মেঘনা-ডাকাতিয়া বিধৌত চাঁদপুর জেলার প্রচার সংখ্যায় শীর্ষে থাকা দৈনিক মুখপত্র চাঁদপুর কণ্ঠ। এ পত্রিকাটির স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। তা হচ্ছে শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই পত্রিকাটি সীমাবদ্ধ নয়। এ পত্রিকাটি এমন কিছু সামাজিক এবং শিক্ষামূলক কর্মকাণ্ড করে থাকে, যা মেধাবী প্রজন্ম তৈরিতে সহায়ক। যেমন বিতর্ক প্রতিযোগিতা। চাঁদপুর কণ্ঠের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা পুরো জেলায় বিতর্ক আন্দোলনে রূপ পেয়েছে। চাঁদপুর কণ্ঠ শুধুমাত্র একটি পত্রিকাই নয়, এ প্রতিষ্ঠানটি সাংবাদিক তৈরিরও সূতিকাগার হিসেবে আমরা মনে করি। অনেক সাংবাদিক ও লেখক তৈরি করেছে এ পত্রিকাটি। এ জেলার সাহিত্য অঙ্গনে চাঁদপুর কণ্ঠের অবদান অনস্বীকার্য। গত ২৯ বছরে চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হওয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পত্রিকাটি শুধু চাঁদপুরের মুখপত্র নয়, জেলার বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং প্রবাসে থাকা হাজার হাজার মানুষের মুখপত্রেও পরিণত হয়েছে। পত্রিকাটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি একজন রাজনীতিবিদ এবং একজন জনপ্রতিনিধি হিসেবে এ কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে হলে সকলের সাথে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস চাঁদপুর কণ্ঠ সে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। পাঠক হিসেবে চাঁদপুর কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান

চেয়ারম্যান

উপজেলা পরিষদ, ফরিদগঞ্জ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়