প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ। চাঁদপুরের যে ক’টি দৈনিক পত্রিকা রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুর কণ্ঠ। প্রথমেই চাঁদপুর কণ্ঠের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সাথে সংশ্লিষ্ট পরিবারের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
আমি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে প্রতিদিনই চাঁদপুর কণ্ঠ পত্রিকাটি দেখা হয়। পত্রিকাটির বিশেষ বৈশিষ্ট্য হলো, তারা স্থানীয় সংবাদকে বেশি গুরুত্ব দেয়, যা একটি আঞ্চলিক দৈনিক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।
চাঁদপুর জেলার জনবহুল বৃহৎ উপজেলা ফরিদগঞ্জ। উপজেলায় নানা সমস্যার সাথে রয়েছে সম্ভাবনার অনেক ক্ষেত্র। আমার প্রত্যাশা, চাঁদপুর কণ্ঠ আমাদের পর্যটনসহ সম্ভাবনার নানা বিষয়ে পত্রিকার পাতায় তুলে ধরে আমাদের সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াবে।
তাসলিমুন নেছা
উপজেলা নির্বাহী কর্মকর্তা
ফরিদগঞ্জ, চাঁদপুর।