প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর কণ্ঠ আজ শুধু একটি নাম নয়, গত ২৯ বছরে নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত হওয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পত্রিকাটি শুধু চাঁদপুরের মুখপত্র নয়, জেলার বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং প্রবাসে থাকা হাজার হাজার মানুষের মুখপত্রে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সপ্তাহব্যাপী সকল শ্রেণি-পেশার মানুষের জন্যে নানা আয়োজন পত্রিকাটিকে সমৃদ্ধ করেছে। পত্রিকাটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি একজন রাজনীতিবিদ এবং একজন জনপ্রতিনিধি হিসেবে এ কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে হলে সকলের সাথে সাথে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। চাঁদপুর কণ্ঠ চাঁদপুর থেকে সাদা কে সাদা ও কালো কে কালো বলার মাধ্যমে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে। পাঠক হিসেবে চাঁদপুর কণ্ঠের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
আবুল খায়ের পাটওয়ারী
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা
মেয়র, ফরিদগঞ্জ পৌরসভা;
সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও
সহ-সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ।