প্রকাশ : ১৮ মে ২০২৩, ০০:০০
গত ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘কড়ৈতলী মাদ্রাসার অধ্যক্ষের কাণ্ড : নিজেই পরীক্ষার হলে নকল সরবরাহ করেন, পরীক্ষার্থী মেয়ের কাছে প্রতিদিন যান’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে তা সত্য নয়। প্রকৃতপক্ষে আমার মাদ্রাসার ছাত্রী মুন্নি আক্তার হার্টের রোগী। সে পরীক্ষার হলে অসুস্থ হওয়ার সংবাদ শুনে তাকে দেখতে পরীক্ষা শেষ হওয়ার ৫ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করি এবং গিয়ে দেখতে পাই সে একটু সুস্থতাবোধ করছে। তার সাথে কথা বলে ১/২ মিনিটের মধ্যে পরীক্ষার হলে থেকে বের হয়ে যাই। এমনকি আমি আমার মেয়ে উম্মেহানির কাছে যাইনি। আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।
মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ কড়ৈতলী মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর।
জিডি- ৫১৫/২৩