শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ থানা পুলিশের কার্যক্রম চলছে পুরোপুরি

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ থানা পুলিশের কার্যক্রম চলছে পুরোপুরি

কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত পরিণতিতে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের খবরে সারাদেশে পুলিশ বাহিনীর ওপর দুর্বৃত্ত চক্রের হামলা ও পুলিশ হত্যাসহ থানাগুলোতে হামলা ভাংচুর ও লুটপাটের কারণে থানার কার্যক্রম স্থবির হলে কর্মবিরতি সহ আন্দোলনে নামে পুলিশ। গত সোমবার (৫ আগস্ট) বেলা তিনটার দিকে হাজীগঞ্জ থানার প্রধান ফটকের সামনে কয়েক হাজার জনতা হামলে পড়ে। এ সময় উপজেলা বিএনপির একাধিক সিনিয়র নেতা, ব্যবসায়ী নেতা ও যৎসামান্য সংবাদকর্মীর কর্মতৎপরতায় রক্ষা পায় হাজীগঞ্জ থানা কমপ্লেক্সসহ পুরো থানার পুলিশ বাহিনী। এরপর থেকে হাজীগঞ্জ পুলিশ নিজেদের নিরাপত্তার জন্যে নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়।

অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে পুলিশের নতুন আইজি নিয়োগ শেষে তাঁর নির্দেশ ও সেনাবাহিনীর সহযোগিতায় হাজীগঞ্জ থানা পুলিশ কার্যক্রম শুরু করে। গত সোমবার (১২ আগস্ট) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ হাজীগঞ্জ বাজারসহ উপজেলার সকল ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জনগণকে আশ্বস্ত করেন এবং থানার সকল আইনীসেবা চালু রয়েছে বলে জানান । এ সময় এই কর্মকর্তা বিভিন্ন স্থানে স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা রক্ষা করার কথাসহ কুশলাদি বিনিময় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, পুলিশের কাজে সহযোগিতা ও আইনশৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাচ্ছি। তবে হাজীগঞ্জে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়