শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন শিক্ষার্থীরা

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষার্থী।

৩০ সেপ্টেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে।

শিক্ষার্থীরা হাসপাতালের প্রবেশ মুখ ও হাসপাতাল চত্বরে নানা আগাছা, হাসপাতালের দুর্গন্ধযুক্ত ড্রেন, ফুলের বাগান, সামনের সড়ক ও আশপাশের চত্বর পরিষ্কার করে। ময়লা-আবর্জনা পলিথিনে ভরে সেগুলো ডাস্টবিনে ফেলেছে তারা।

কর্মসূচিতে অংশ নেয়া হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, ‘দেশব্যাপী শিক্ষার্থীদের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কারে অগ্রাধিকার দিয়েছি। এ ছাড়া এলাকার বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কারের কাজ অব্যাহত থাকবে। তরুণরাই এই সমাজকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে।

আরেক শিক্ষার্থী ইসমাইল তপদার বলেন, এই দেশ আমাদের সবার। তাই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা হাসপাতাল পরিষ্কারের পাশাপাশি উথলী বাজারে দ্রব্যমূল্য মনিটরিং করব।

কর্মসূচি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মামুন রায়হান এবং মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ রিয়াজ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ বিল্লাহ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের এসব স্বেচ্ছাসেবকমূলক কাজকে স্বাগত জানান এবং তাদের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়